না পাহারার পরীক্ষা গল্পের প্রশ্ন উত্তর | Class 6 Bengali Na Paharar Pariksha Question Answer

 না পাহারার পরীক্ষা গল্পের প্রশ্ন উত্তর | Class 6 Bengali Na Paharar Pariksha Question Answer





. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ স্কুলের সবচেয়ে ডানপিটে ছাত্রটি কে?

Ø হৃদয়

Ø বিহ্বল

Ø হরিপদ

Ø প্রশান্ত

. 'না পাহারার পরীক্ষা' গল্পটি কার লেখা?

Ø শঙ্খ ঘোষ

Ø রবীন্দ্রনাথ ঠাকুর

Ø শক্তি চট্টোপাধ্যায়

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

. "কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি?”-উদ্ধৃতাংশটির বক্তা কে?

উত্তর: উদ্ধৃতাংশটির বক্তা বিহ্বল নামের একটি ছাত্র।

. লেখকদের শেষ পরীক্ষার সিট কোথায় পড়েছিল?

উত্তর: লেখকদের শেষ পরীক্ষার সিট পড়েছিল পাশের নাটোর শহরের একটি বিদ্যালয়ে।

. স্কুলের মধ্যে সবচেয়ে ডানপিটে যে ছেলেটির নাম কী ধরে নেওয়া হয়েছে?

উত্তর: ছেলেটির নাম ধরে নেওয়া হয়েছে হৃদয়।

 

নীচের সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও:

. নিয়ে আর ভাবছিলাম না আমরা।"-কী নিয়ে কথক এবং তার সঙ্গীরা ভাবছিলেন না?

উত্তর: পরীক্ষার ঘরে 'ইনভিজিলেটর' না থাকার সুযোগ নিয়ে নিরিবিলিতে বসে আপনমনে কেউ নকল করবে কি না তা নিয়ে কথক এবং তার সঙ্গীরা আর ভাবছিলেন না।

. "হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা।" -হৃদয়ের খাতা ফাঁকা কেন?

উত্তর: হৃদয় পড়াশোনা করে আসেনি, কিন্তু পরীক্ষার হলে মাস্টারমশাইদের গার্ড হিসেবে না থাকার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, ছাত্রদের প্রতি তাঁদের বিশ্বাসকে মর্যাদা দিয়ে সে নকলও করেনি। তাই তার খাতা ফাঁকা।

. "ধরা যাক হৃদয় তার নাম"-কোন গদ্যাংশ থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে ?  গল্পের লেখকের নাম কি ?

উত্তর: উদ্ধৃতাংশটি 'না পাহারার পরীক্ষা' থেকে নেওয়া হয়েছে । লেখকের শঙ্খ ঘোষ ।

নীচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও:

. "...সেই শূন্য খাতাই সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টারমশাইয়ের মস্ত এক জয়তিলক প্রসঙ্গটির তাৎপর্য বুঝিয়ে দাও।..."-

উত্তর: লেখকদের সঙ্গে হৃদয় নামের একটি ছেলে পড়ত। সে ছিল অত্যন্ত চঞ্চল স্বভাবের, দুরন্ত প্রকৃতির। যখন নিয়ম হয় যে পরীক্ষা হলে পাহারা দিতে কোনো শিক্ষক উপস্থিত থাকবেন না, ছাত্ররা নিজেরাই পরীক্ষা দেবে, তখন সকলে ধরে নেয় হৃদয় নিশ্চিত নকল করছে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সে কোনো কিছু না লিখে ফাঁকা খাতা জমা দেয়। তবুও নকল করে না। বিষয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও সততার পরীক্ষায় হৃদয় সম্মানের সঙ্গে সেদিন উত্তীর্ণ হয়েছিল। আর এই কারণেই, হেডমাস্টারমশাইয়ের গৌরব বেড়েছিল।

. "এরকম করে ভাবিনি বটে আগে"-কোন কথা কীভাবে ভাবা হয়নি?

উত্তর: লেখক ছেলেবেলায় যে স্কুলে পড়তেন সেখানকার হেডমাস্টারমশাই একদিন জানান, পরীক্ষার সময় শিক্ষকদের গার্ড দেওয়ার ব্যবস্থাটি ছাত্রদের পক্ষে অত্যন্ত অপমানকর লজ্জাজনক। পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা নেওয়া মোটেই চোরপুলিশের খেলা নয়। সেই কারণে পরীক্ষার সময় শিক্ষক পাহারা দিলে প্রমাণিত হয় যে শিক্ষার্থীরা সকলেই অসৎ। প্রধানশিক্ষকের এই কথাগুলি যুক্তিপূর্ণ এবং তাঁরা কেউই ভেবে দেখেননি বলে লেখক মন্তব্য করেন।

 

. তবে কি এটা চোর-পুলিশের খেলা?-কে, কী প্রসঙ্গে একথা বলেছেন?

উত্তর: 'না-পাহারার পরীক্ষা' গদ্যাংশের লেখক শঙ্খ ঘোষের স্কুলের হেডমাস্টার মশাই একদিন তাঁদের শ্রেণিতে এসে এই কথা বলেছিলেন।

ওই দিন লেখকদের শ্রেণিতে এসে পরীক্ষার সময় ছাত্রদের পাহারা দেবার যে ব্যবস্থা চালু আছে, তা নিয়ে এসে আলোচনা করেন। এই বিষয়ে বলতে গিয়ে তিনি এই কথাই বলতে চেয়েছিলেন যে ছাত্ররা নকল করছে অর্থাৎ অসৎপথ অবলম্বন শিক্ষকের সম্পর্ক কখনোই চোর-পুলিশের সম্পর্ক নয়।

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url