সেথায় যেতে যে চাই কবিতার প্রশ্ন উত্তর | Class 6 Bengali sethaii jete je chaii question Answer

  সেথায় যেতে যে চাই কবিতার  প্রশ্ন উত্তর 


সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

. কবিতায় কবি কোথায় যাওয়ার কথা বলেছেন?

মধুমতীর চরে

মহানন্দার চরে

কাবেরীর চরে

গঙ্গার চরে

. কে মাছ চুরি করে?

বিড়াল

ভোঁদড়

চিল

ইঁদুর

. চাঁদ থেকে কী ঝরে?

জ্যোৎস্না

মধু

সুধা

আলো

. মাছেরা কোথায় লাফাবে?

নদীতে

ডিঙিতে

খালে

ঝিলে



. সারাদিন উড়ে উড়ে যায়-

গাঙশালিক

ফড়িং

শালিক

. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

. কবি কার সঙ্গে সারাজীবন থাকতে চান?

উত্তর: কবি মাটির সঙ্গে সারজীবন থাকতে চান।

. কবি কী কুড়িয়ে মালা গাঁথবেন?

উত্তর: কবি শামুক কুড়িয়ে মালা গাঁথবেন।

. রাখাল ছেলে কোথায় গোরু চরায়?

উত্তর: রাখাল ছেলে মধুমতীর চরে গোরু চরায়।

. মধুমতীর চরে সারাদিন কীসের কোলাহল?

উত্তর: মধুমতীর চরে সারাদিন পাখিদের কোলাহল।

. 'চরের আভনখানি' কী দিয়ে ঢাকা?

উত্তর: 'চরের আভনখানি' দূর্বা দিয়ে ঢাকা।

. মাছ চুরির সন্ধানে কে উড়ে বেড়াবে?

উত্তর: গাঙচিলেরা মাছ চুরির সন্ধানে উড়ে বেড়াবে।
. মধুমতীর চরে চাঁদ থেকে কী ঝরে পড়ে?

উত্তর: মধুমতীর চরে চাঁদ থেকে জ্যোৎস্না ঝরে পড়ে

. নরম রোদে কীসের খেলা জাগে?

উত্তর: নরম রোদে রঙের খেলা জাগে।



. 'শ্যামল' শব্দটির অর্থ লেখো।

উত্তর: 'শ্যামল' শব্দটির অর্থ 'সবুজ'

নীচের সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও:

. "মাটি মায়ের সঙ্গে থাকি সারা জীবন ভর"-উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর: মাটি আমাদের আশ্রয় দান করে, আমাদের ধরে রাখে। অনেক উদ্ভিদ পতঙ্গ শ্রেণির জীব এখানেই নিজেদের জীবন বিস্তার করে। তাই মাটি কবির চোখে 'মা'-এর মতো। তিনি মধুমতীর চরের সিক্ত মাটিতে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছেন। সেই কারণেই তিনি মাটিরূপী মায়ের সঙ্গে সারাজীবন থাকতে চান।

. দুপুরবেলা মধুমতীর চরের রূপ কেমন দেখায় তা আলোচনা করো।

উত্তর: দুপুরবেলা ডিঙি বেয়ে নদীর ওপার থেকে জেলের দল আসবে। তারা 'খ্যাপলা জাল' ফেলে বুই, কাতলা মাছ ধরবে। ডিঙির ওপরে তোলা মাছগুলি লাফাবে, লোকে সেগুলি পাহারা দেবে এবং কূলে বসে থাকা চিল সেদিকে চেয়ে থাকবে।






















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url